

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় মাগুরা জেলার দুটি আসনের প্রার্থীদের নামও রয়েছে। এর মধ্যে মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে নামার সুযোগ পেয়ে স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত। ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে
আপনার মতামত লিখুন :