
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুন্জন বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামসুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলার প্রকৌশলী কর্মকতা প্রসেনজিৎ চক্রবত্তী, উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকতা অমিতাভ সরকার, উপজেলা বি আর ডি বি কর্মকতা মুস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকতা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলার সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল, দারিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ।এছাড়াও উপজেলাপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভালো পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভালো হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর।
আপনার মতামত লিখুন :