• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

বেড়াতে এসে প্রাণ গেল কুষ্টিয়ার বজলু মিয়ার


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ২:৩৫ পূর্বাহ্ন / ৩৬
বেড়াতে এসে প্রাণ গেল কুষ্টিয়ার বজলু মিয়ার

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দোগাছিতে ট্রেনে কাটা পড়ে মো. বজলু মিয়া নামে এক গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দোগাছি এমপি চেকপোষ্টের সামনে ট্রেনে কাটা পড়ে ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৮.৫৫ মিনিটে গরুর ব্যবসায়ী মো: বজলু মিয়া ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। সে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া‌ গ্রামের‌ বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, তিনি দোগাছি সেনানিবাসের পেছনে বেঙ্গল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এ বিষয়ে প্রতিবেদক কে প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দোগাছি সেনানিবাস চেকপোস্ট অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতা বসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতা বসত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।