

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ কার্যক্রম।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ট্রেনিং প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
আব্দুল হালিম বলেন, আজকের (৩০ ডিসেম্বর) দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এ সময় তিনি ট্রাফিক স্কুলে আগত প্রশিক্ষার্নার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঠ্য কর্মময় জীবন উপর আলোচনা করেন।
তিনি বলেন, বেগম জিয়া কেবল একটি দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর ত্যাগ, সাহসিকতা এবং অবিচল নেতৃত্ব আমাদের চিরকাল ঋণী করে রেখেছে। ব্যক্তিগতভাবে আজ আমরা একজন অভিভাবককে হারালাম। বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে যার অবদান অবস্মরনীয় হয়ে থাকবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও কোটি কোটি জনগনকে এই অপূরণীয় ক্ষতি সয়ে নেয়ার শক্তি দিন। উল্লেখ্য রাষ্ট্রীয় শোক দিবসের ২য় দিনে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এ প্রশিক্ষণ শুরু হবার পূর্বে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা ও উনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে প্রশিক্ষণ ক্লাস শুরু হয়।
এই সময় ট্রেনিং শাখার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :