
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এবার পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের ওপর জোর দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপপরিদর্শক মোঃ মোকাররম হোসেন, প্রসনজিৎ রায়, মাসুদ রানা সহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :