

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও বেশি গতিশীল করে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ টি প্রকল্প অনুমোদন করেছে বিএনপির স্থায়ী কমিটি।
গত ১লা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকল্প গুলো হল স্পোকসপার্সন, প্রেস, টিভি ও রেডিও, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক, অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক, কন্টেন্ট জেনারেশন এবং রিসার্চ ও মনিটরিং।
তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে কুইক রেসপন্সে পারদর্শী করে গড়ে তুলতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর কেন্দ্রীয় ভাবে নেতৃত্ব দিবেন ড:জিয়াউদ্দিন হায়দার। এছাড়া বাকি প্রকল্পগুলোর জন্য আলাদা নেতৃত্ব নির্বাচন করেছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রকল্পগুলো একদম সময়োপযোগী এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক দক্ষ কর্মী গড়তে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :