• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

বাহরাইন বাংলাদেশ বিজনেস কমিউনিটি অভিষেক অনুষ্ঠান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন / ৩২৪
বাহরাইন বাংলাদেশ বিজনেস কমিউনিটি অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,বাহরাইনঃ বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীদের নিয়ে নবীন ও প্রবীণ এর সমন্বয়ে সকলের সর্বসম্মতিক্রমে বিজনেস কমিউনিটি বাহরাইন এর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহরাইনের রাজধানী মানামার গালফ হোটেল কনভেনশন সেন্টারে গত বুধবার স্থানীয় সময় ৭.৩০ মিনিটের এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাসিমা আফজালের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মো: নজরুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন চেম্বার ও জি সি সি চেম্বার ও কমার্স ফেডারেশনের চেয়ারম্যান সামির আব্দুল্লাহ নাস। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাহরাইন চেম্বার অফ কমার্সের বোর্ড মেম্বারগণ, বাহরাইন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুহিজ চৌধুরী। সংগঠনটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী স্বাগত বক্তব্যের মাধ্যমে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পরিশেষে সংগঠনের উপদেষ্টা আসিফ আহমেদ, হায়াতুল্লাহ মল্লিক কে সভাপতি ও আলাউদ্দিন আহমেদ কে সাধারণ সম্পাদক করে সাতাইশ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও বাংলাদেশ – বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নে এই উদ্যেগকে স্বাগত জানান এবং বাহরাইন প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন যৌক্তিক ইস্যুতে ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে এ কমিটি। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বাহরাইন ও বাংলাদেশী শীর্ষ বাবসায়ী, দেশি বিদেশি সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দগণ।