• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মাদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় সভা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ১০:২২ অপরাহ্ন / ১৬১
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মাদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বাহরাইনঃ বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের নব নির্বাচিত পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা। সোমবার স্থানীয় সময় বিকাল ৪ টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে রাষ্ট্রদূত বিজনেস কমিউনিটির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের সহযোগিতায় একসাথে কাজ করার জন্য বিজনেস কমিউনিটির প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান। বাংলাদেশ বিজনেস কমিউনিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন :উপদেষ্টা মাজাহারুল হক নয়ন, পূর্নাঙ্গ কমিটি পরিচয় করিয়ে দেন এবং রাষ্ট্রদূতের কাছে কমিটির তালিকা হস্তান্তর করেন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির উপদেষ্টা আলাউদ্দিন নুর, সভাপতি হায়াতুল্লা মল্লিক, সিনিয়র সহ সভাপতি সাবের আহমেদ,সহ সভাপতি দুলাল দাশ, সহ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মিয়াজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল অর্থ সম্পাদক আরিফ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ ইমরান, প্রচার সম্পাদক ইসমাইল পলাশ, সহ প্রচার সম্পাদক তপন ভূইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিদার হোসেন, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সালমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইস্রাফিল, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, মোহাম্মদ ইসলাম,জালাল উদ্দিন, সেলিম চৌধুরী সহ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশী ব্যাবসায়িদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন উল্লেখ্য বাহরাইনে বাংলাদেশীদের ভিসা চালু, বাহরাইনে বাংলাদেশী বিভিন্ন পন্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি জটিলতা সহজিকরণ সহ বিভিন্ন ইসুতে রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্যে অবহিত করেন।