• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বাহরাইনে অনুষ্ঠিত IPU সম্মেলনের সাইডলাইনে ভারতের লোকসভার স্পীকারের সাথে বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকারের বৈঠক


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ১০:০৩ অপরাহ্ন / ৭২
বাহরাইনে অনুষ্ঠিত IPU সম্মেলনের সাইডলাইনে ভারতের লোকসভার স্পীকারের সাথে বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক,বাহারাইনঃ গতকাল ১১ মার্চ ২০২৩ তারিখে বাহরাইনে অনুষ্ঠিত ‘Inter-Parliamentary Union (IPU)’- এর সাইডলাইনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে তাঁরা বাংলাদেশ-ভারত সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সংসদীয় গণতন্ত্র, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি বিনিময়, এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারের উপর একসাথে কাজ করার উপর জোর দেন।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের পাঁচজন মাননীয় সাংসদ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বাহরাইনে অনুষ্ঠিত ১৪৬তম IPU সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। ঐসময় বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী, কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের স্পীকারসহ বিভিন্ন দেশের সাংসদ ও স্পীকারদের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাত হয়।