
আজিজুল ইসলামঃ বেনাপোল যশোরের শার্শার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ময়লার স্তুপ গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা ও আবর্জনা ফেলার কারণে তা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। ময়লা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। স্থানীয় লোকজন সহ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকির মধ্য রয়েছেন। প্রায় ৫ শতাধিক শিশু বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। স্কুলের একেবারে পিছনেই গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। প্রতিদিন বাজার ঝাড়ু দিয়ে এখানেই ময়লা ফেলা হয়। এছাড়াও অন্যান্য বর্জ্য পদার্থ ফেলা হয় এখানে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশ দুষন হচ্ছে।
বাগআঁচড়া উজ্জ্বল পাড়ার শতাধিক পরিবার ও বিদ্যালয়ের ৫ শ শিক্ষার্থী সম্পুর্ন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিগত আওয়ামী সরকারের আমলে স্থানীয় চেয়ারম্যানরা ময়লার ভাগাড় স্থানান্তরের কোনো উদ্যোগ নেন নি। ফলে তী্র দুর্গন্ধের মাঝেও শতাধিক পরিবার অনিচ্ছা সত্বেও সেখানে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানিয়েছেন প্রায় দুইযুগ ধরে এখানে আবর্জনা ফেলা হয়। কিন্তু বিদ্যালয়ের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি কেউ ভাবেনি। ভাগাড়ের পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ নাক টিপে ধরে চলাচল করলেও কেউ কখনো কোথাও অভিযোগ করেননি। বাজারে নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা না থাকায় ঝাড়ুদার ও স্থানীয়রা এখানেই নিয়মিত ময়লা ফেলে থাকেন।
সোমবার দুপুরে বাগআঁচড়া প্রশাসক ও শার্শা উপজেলা পি আই ও জনাব শাহরিয়ার মাহমুদ রনজু এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরিফ সহ এলাকা বাসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসক শাহরিয়ার মাহমুদ ময়লার ভাগাড় পরিস্কার সহ এর স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :