• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) নব-যোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন / ৫৩
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) নব-যোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সভা কক্ষে নব-যোগদানকৃত প্লাম্বার ও পরিচ্ছন্নতা কর্মীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিআরটিসি’র পরিচালক (অর্থ, হিসাব ও অপাঃ), পরিচালক (কারিগরি), ও পরিচালক (প্রশাসন) নব-যোগদানকৃতদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। প্লাম্বার পদে ২ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১৩ জনকে নিয়োগ প্রদান করা হয়।

নব-যোগদানকৃত ১৩ জনের মধ্যে ১০ জন হরিজন সম্প্রদায়ের। নব-যোগদানকৃতদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, স্বচ্ছ নিয়োগের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে তারা খুবই খুশি। তারা বিআরটিসির নিয়োগ প্রক্রিয়ারও প্রশংসা করেন।

প্লাম্বার ও পরিচ্ছন্নতাকর্মীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের শুদ্ধাচার ও সমাপনী বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসিতে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও বিধি অনুসরণ করে হওয়ার ফলে অধিকতর যোগ্য ও মেধাবীরা সুপারিশ প্রাপ্ত হয়। বহুসংখ্যাক প্রার্থী যোগদানের পর অধিকতর ভালো চাকুরী পাচ্ছেন।

এ সময় তিনি সকল নব-যোগদানকৃত কর্মচারীদের দায়িত্বশীল হয়ে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে অনুরোধ জানান।