• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি গঠিত


প্রকাশের সময় : মে ১৬, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন / ২৪৭
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধিঃ দেশের শীর্ষস্থানীয় সাংকৃতিক সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের ২০২২-২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি শিল্পকলা একাডেমিতে এক সভায় গঠন করা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনকে সভাপতি, বিশিষ্ট সাংবাদিক,গীতিকার ও সংগঠক আলী আশরাফ আখন্দকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। দেশ বরেন্য শিল্পী, সাহিত্যিক,লেখক, কবি,পরিচালক, প্রযোজক, নির্মাতা, সাংবাদিক, বুদ্ধিজীবী,ও সংস্কৃতিসেবীগন এই কমিটিতে স্থান পেয়েছেন। তাছাড়া দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের ২১ জনকে নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। উপদেষ্টামন্ডলীর সদস্যদের উপস্থিতে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। গত ৩৫ বছর যাবৎ এই সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্প- সংস্কৃতিতে বিশেষ অবদান রেখে আসছে।

সংগঠনের সহ সভাপতিগন হচ্ছেন পর্যায়ক্রমেঃ বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, এডভোকেট মোঃ ইকবাল হোসেন, আজিজ রেজা (নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক), মনজুরুল ইসলাম খান, (কন্ঠশিল্পী), মো: শহীদুল ইসলাম (সংগঠক), খোন্দকার আব্দুল মান্নান বাবু (সম্পাদক), মো. শফিকুল ইসলাম(সংগঠক), মো: আরিফ-উল-ইসলাম (সাংবাদিক), এস. এম. শামসুল হুদা (সাংবাদিক), এম. মোশাররফ হোসাইন (সাংবাদিক), জাহিদুল ইসলাম(সংগঠক), তালুকদার রুমী (সাংবাদিক), যুগ্ম সাধারণ সম্পাদকঃ –সোনিয়া হাবিব লাবণী (সাংবাদিক) ও কন্ঠশিল্পী, মো: ওমর ফারুক (কন্ঠশিল্পী), শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক(সাংবাদিক), সহ-সাধারণ সম্পাদকঃ -এইচ. এম. হায়দার (অভিনেতা), কবি রানা হোসনে (সংগঠক), আর. কে. রিপন (সংগঠক), সানজিদা জাহান রোজ (উপস্থাপিকা), আবাদুজ্জামান শিমুল (সাংবাদিক),যুগ্ম সাংগঠনিক সম্পাদকঃ শাখাওয়াত হোসেন মুকুল(সাংবাদিক), সহ সাংগঠনিক সম্পাদকঃ আজিজুল হাকিম মুহিন (সংগঠক),সহ সাংগঠনিক সম্পাদকঃ মোঃ মনরিুজ্জামান অর্পূব (সাংবাদিক), অর্থ সম্পাদক, মোঃ নিজাম উদ্দিন বাবলু(ব্যবসায়ী) সহ অর্থ সম্পাদকঃ রাহিমা আক্তার সুইটি (সংগঠক ও নারী উদ্যোক্তা), দপ্তর সম্পাদকঃ রফিকুল ইসলাম কচি(সাংবাদিক), সহদপ্তর সম্পাদকঃ কাজী শফিউল ইসলাম আলামিন (সাংবাদিক), সহ দপ্তর সম্পাদকঃ সৈয়দ সোহেল রানা (সাংবাদিক), সহ দপ্তর সম্পাদকঃ তুহিন মুন্সী (সাংবাদিক), সঙ্গীত সম্পাদকঃ মেহেরুন আশরাফ (কন্ঠশিল্পী), সহসঙ্গীত সম্পাদকঃ আজমা সুরাইয়া শিল্পী (কন্ঠশিল্পী), সহসঙ্গীত সম্পাদকঃ রেশমা সুইটি (কন্ঠশিল্পী), প্রকাশনা সম্পাদকঃ ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন, সহ প্রকাশনা সম্পাদকঃ আসীয়া লোদি ঝর্ণা (কন্ঠশিল্পী), নাট্য সম্পাদকঃ শাহীন খান (কৌতুক অভিনেতা), সহ নাট্য সম্পাদকঃ মিষ্টি মারিয়া (চিত্রনায়িকা), সহ নাট্য সম্পাদকঃ মোনালিসা (মডেল ও অভিনেত্রী), নৃত্য সম্পাদকঃ মনিরুল ইসলাম মুকুল (নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক), সহ নৃত্য সম্পাদকঃ শিশির আহমেদ (নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক), নৃত্য সম্পাদকঃ ঝন্টু শিকদার (নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক), চলচ্চিত্র সম্পাদকঃ জুলহাস চৌধুরী পলাশ (চলচ্চিত্র পরচিালক), চলচ্চিত্র সম্পাদকঃ আনোয়ার সিরাজী (চিত্রপরিচালক), সহ চলচ্চিত্র সম্পাদকঃ মহসিন হিরা, চারুকলা সম্পাদকঃ রঞ্জিতা (কনাগফ্ফার) (চিত্রনায়িকা), সহ চারুকলা সম্পাদকঃ নীপা আক্তার মীম (কন্ঠশিল্পী), শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আঞ্জুমান আরা শিমুল (কন্ঠশিল্পী), সহ শিক্ষা সম্পাদকঃ জেসমীন বন্যা (উপস্থাপিকা), ক্রীড়া সম্পাদকঃ ওসমান গনি (সংগঠক), সহ ক্রীড়া সম্পাদকঃ শাহীন বিশ্বাস (কন্ঠশিল্পী) মো: হায়দার আলী (সাংবাদিক), নান্দনিকতা সম্পাদকঃ হামিদা আক্তার ঝিনুক (বিউটিশিয়ান), নান্দনিকতা সম্পাদকঃ সিফা আহমেদ সাজু (বিউটিশিয়ান), আইন সম্পাদকঃ এড.আলেয়া আক্তার (কন্ঠশিল্পী), সহ আইন সম্পাদকঃ এড. বদিউজ্জামান রিপন (আইনজীবী), সহ আইন সম্পাদকঃ এড.ফাতেমা তুজ জোহরা (আইনজীবী), প্রচার সম্পাদকঃ মোস্তাফিজুর রহমান (সাংবাদিক), প্রচার সম্পাদকঃ মো. মিলন হোসেন মিন্টু (সাংবাদিক), সহ প্রচার সম্পাদকঃ এনামুল হক কাজল(সাংবাদিক), তথ্য ও গবেষণা সম্পাদকঃ এম. এ. তাহের (কন্ঠশিল্পী), সহ তথ্য ও গবেষণা সম্পাদকঃ এম শিমুল খান(সাংবাদিক), আবৃতি সম্পাদকঃ এডভোকেট শিমুল পারভীন(আবৃতিশিল্পী ও উপস্থাপিকা), সহ আবৃতি সম্পাদকঃ সায়মা আক্তার (আবৃতিশিল্পী), আইটি সম্পাদকঃ তানভীর আহমেদ (আইটি বিশেষজ্ঞ), সহ আইটি সম্পাদকঃ এম. এ. রশিক (সংগীত পরিচালক), সাহিত্য সম্পাদকঃ উদয় শংকর বসাক (কন্ঠশিল্পী), সহ সাহিত্য সম্পাদকঃ নুসরাত জাহান (উপস্থাপিকা), মহিলা সম্পাদকঃ রুবিনা ইসলাম(কন্ঠশিল্পী) , সহ মহিলা সম্পাদকঃ রুনা আক্তার সাথী (কন্ঠশিল্পী),সহ মহিলা সম্পাদকঃ শাহিনা পারভিন স্বপ্না, আন্তর্জাতিক সম্পাদকঃ অনন্যা কায়সার, সহ আন্তর্জাতিক সম্পাদকঃ রোখসানা আক্তার পপি, তৃতীয় লিঙ্গ বিষয়ক সম্পাদকঃ এস. শ্রাবন্তী (কন্ঠশিল্পী), তৃতীয় লিঙ্গ বিষয়ক সহ সম্পাদকঃ রুবিনা হক রুবি (হিজড়া), সমাজ কল্যাণ সম্পাদকঃ ফয়সাল হক আকাশ (উপস্থাপক), সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ মিরানা আক্তার নায়েলা (কন্ঠশিল্পী), লোকজ সম্পাদকঃ হাসিনাসরকার (বাউল শিল্পী), সহ লোকজ সম্পাদক রুমা পাগলী (বাউলশিল্পী), মিলনায়ত্ন সম্পাদকঃ শাহীনকামাল (সংগীত পরিচালক), সহ মিলনায়ত্ন সম্পাদকঃ মো. শহীদুলইসলাম (সুমন বিজয়), আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ খন্দকার শফিউল আলম সবুজ(সাংবাদিক ও ব্যবসায়ী), সমন্বয় সম্পাদকঃ কামরুল ইসলাম খান, সহ সমন্বয় সম্পাদকঃ বাপ্পা দিপ রায় (অভিনেতা)।
নির্বাহী সদস্যগন হচ্ছেনঃ আওলাদ হোসেন উজ্জ্বল (প্রযোজক ও পরিবেশক), আলী আক্তার রুনু (সংগীতপরিচালক), সুজন রাজা(কন্ঠশিল্পী), ঐশ্য্য বসাক (কন্ঠশিল্পী), গোলাম বারী ইউনুস (সাংবাদিক), লাভলী শেখ (কন্ঠশিল্পী) চিত্রারানী (কন্ঠশিল্পী), মৌসুমী (কন্ঠশিল্পী), রেশমা জাহান রেসি (গীতিকার), আশরাফ ফারুক (গীতিকার), সুমী রহমান (অভিনেত্রী), শামিমা আক্তার জলি (আইনজীবী), রেহানা ইসলাম বৃষ্টি (অভিনেত্রী), শায়লা নার্গিস (কন্ঠশিল্পী) উম্মে হাশমী সালমা (কন্ঠশিল্পী), সুমী ইসলাম (কন্ঠশিল্পী), লাভলী বেগম নূপুর (সাংবাদিক) সুমনা শিমু (কন্ঠশিল্পী), রোজিনা আক্তার (কন্ঠশিল্পী), সোনালী রাজ (উপস্থাপিকা) নাজু আখন্দ (কন্ঠশিল্পী), নাজনীন আহমেদ (কন্ঠশিল্পী), জয় দেব(কন্ঠশিল্পী), বিশাল আহমেদ ফরহাদ (নির্মাতা ও অভিনেতা), ফাতেমা ইয়াসমীন তামিম (উপস্থাপিকা), ডালিয়া আনিকা (কন্ঠশিল্পী), জারা অন্তরা (অভিনেত্রী ও কন্ঠশিল্পী), শিলা মল্লিক (কন্ঠশিল্পী), ঝিলিক বাবু (কন্ঠশিল্পী), পারভীন আক্তার লিপি (কন্ঠশিল্পী), নয়ন সাধু (লোকসংগীতশিল্পী) ও সৈয়দা দিনা হাসেম দিব্যি (কন্ঠশিল্পী), হাসিবুল হক (নির্মাতা), মৌলি (কন্ঠশিল্পী), সেলিম চৌধুরী (কন্ঠশিল্পী), সুজন আহমেদ (সাংবাদিক), পাপিয়া জলি (নৃত্যশিল্পী), কামরুল ইসলাম বাবলু (বাউল), নাসিমা সরকার (কন্ঠশিল্পী), উপমা (কন্ঠশিল্পী) ও শেখ শ্রবন্তী শ্রেয়া (কন্ঠশিল্পী)।

বাংলাদেশ সাংকৃতিক পরিষদের উপদেষ্টাবৃন্দ হচ্ছেনঃ সাব্বির আহমেদ চৌধুরী, (ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্টসাংস্কৃতিক ব্যক্তিত), গাজী মাজহারুল আনোয়ার (একুশে পদক প্রাপ্তগীতিকার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব), বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ (সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল), আমানুল হক(একুশেপদকপ্রাপ্তনৃত্য বিশারদ), ড. শাহজাহান মাহমুদ (চেয়ারম্যান, বঙ্গবন্ধু স্যাটেলাইট), আফজাল হোসেন কায়সার (বিশিষ্ট সাংস্কৃতিক অনুরাগী ও সংগঠক), হাসান মতিউর রহমান (বিশিষ্টগীতিকার ও সুরকার), ছড়াকার আশরাফুল মান্নান (সাংস্কৃতিকঅনুরাগী), ন‚র মোহাম্মদ মনি (বীরমুক্তিযোদ্ধা ও চিত্রপরিচালক), ড. শাহাদাত হোসেন নিপু (সাংস্কৃতিক ব্যক্তিত্ত¡), কবি আসলাম সানী(সাংস্কৃতিক ব্যক্তিত্ত¡), আব্দুল মতিন প্রধান (সাংস্কৃতিক ব্যক্তিত্ত¡), এম এ মালেক(চলচ্চিত পরিচালক), শামসুল আলম (প্রতিষ্ঠাতাসভাপতি, বাসাপ), এস এম আবুল হোসেন (সাংবাদিক), খিলখিল কাজী (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী), শেখ সাদী খান (বিশিষ্টসংগীত ব্যক্তিত্ত¡), সালাহ উদ্দিন বাদল (সাংস্কৃতিক ব্যক্তিত্ত¡), ইউনুস আলী মোল্লা (বিশিষ্টসংগীত ব্যক্তিত্ত¡), ফারহানা আমিন ন‚তন
(চিত্রনায়িকা), আশরাফ উদাস (কন্ঠশিল্পী), শাহ আলম সরকার (বিশিষ্টসংগীত ব্যক্তিত্ত¡) ও মোঃ জসিম উদ্দিন (সাংবাদিক)।