• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন


প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন / ৫৮
বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১০ হাজার সমর্থক নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূইয়া লুটুল।

শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন এবং রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পৌর কাউন্সেলার মো জুবায়ের আহমেদ ঝন্টু, খাইরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, আওয়ামী নেতা আশরাফুল হক লিটু, গাজী হিটু, ছাত্রলীগ নেতা টুয়েল, সাবেক জি এস মিজানুর রহমান মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটুল জানান, আমি উপজেলা বাসির সহযোগিতা নিয়ে কাজ করতে চাই ।

তিনি আরো বলেন, আমার মূল দায়িত্ব হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলা থেকে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা এই লক্ষ্যেই আমি কাজ করে যাব।