• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন / ৬১
বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,বগুড়াঃ বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে হত্যা মামলার রায়ে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বগুড়ার ধুনটে বৃদ্ধ মা আলতাফুন্নেছা বেওয়াকে (৫৮) হত্যার দায়ে ছেলে আবু বক্করকে (৩১) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরের দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক হাবিবা মন্ডল এই রায় দেন। সাজাপ্রাপ্ত আবু বক্কর ধুনট উপজেলার শৌলমারি গ্রামের মৃত হাবিবর রহমান আকন্দের ছেলে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০ দিকে আবু বক্কর বাইর থেকে এসে তার মা আলতাফুন্নেছার কাছে ভাত চায়। আবু বক্করের মা তাকে ভাত নিয়ে খেতে বললে সে ক্ষিপ্ত হয়ে খাটিয়া দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত আলতাফুন্নেছাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোর তিনি মারা যান। ওই ঘটনায় আবু বক্করের বড় ভাই শাহ আলম বাদি হয়ে মামলা দায়ের করলে আদালত দীর্ঘ সাত বছর পর এই মামলার রায় ঘোষণা করেন।