
এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে উপজেলায় চত্ত্বরে এসে শেষ হয়। রেলি শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকছুদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আজিজুর রহমান খান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, অবঃ শিক্ষক ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সামসুদ্দীন আহাম্মেদ, বিষ্ণ কুমার চক্রবতী, মোঃ লুৎফর রহমান, শিরিন সুলতানা, আব্দুল কাউয়ুম, বেলায়েত হোসেন ও সাংবাদিক লিয়াকত আলী লাভলু সহ প্রমূখ। বক্তারা, শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন । চরভদ্রাসন উপজেলার সকল দপ্তর চরাঞ্চলের জন্য চরভাতা পান শুধুমাত্র শিক্ষকরা এই সুবিধা থেকে বঞ্চিত। এমন বৈষম্য শিক্ষার মান উন্নয়নকে বাধাগ্রস্থ করছে, এছাড়াও শিক্ষকদের বেতন বৈষম্য শিক্ষার মান উন্নয়নে সমপরিমাণ দায়ী। এবং শিক্ষার্থীদের সঠিক পাঠদানের কলা-কৌশল সহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা,ভক্তি ও সম্মান প্রদর্শনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়ন ও সকলকে সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার জন্য আহবান জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা খাতুন।
আপনার মতামত লিখুন :