
এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ “স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মঞ্জুর সামাদ, তথ্য কর্মকর্তা মনিকা বসু , সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুস সবুর কাজল, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, শিক্ষার্থী জান্নাতুল ফাতেহা, শিক্ষার্থী জান্নাতুল ইসলাম সহ প্রমুখ।
“স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমাজে তাদের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
আমি কন্যাশিশু শপথ নেই বাল্যবিবাহ করবো না, নিজের ভাগ্য নিজে গড়বো, কারো বোঝা হবো না
আপনার মতামত লিখুন :