• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রধান মন্ত্রীর সাথে ছাত্রলীগ নেতার ছবি থাকায় ব্যানার ভাংচুর


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২১, ৮:০৫ অপরাহ্ন / ৬৮৩
প্রধান মন্ত্রীর সাথে ছাত্রলীগ নেতার ছবি থাকায় ব্যানার ভাংচুর

সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতা সহ ৫ জনের নামে অভিযোগ করেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। বুধবার (১১ আগস্ট ) ছাত্রলীগ নেতা রিফাত হোসেন মুকুল থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার নবীনগরের (ঝুমুর আলীর বাজার) এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে ছাত্রদলের নেতা কর্মিরা। খবর পেয়ে রিফাত হোসেন মুকুলসহ কয়েকজন দলীয় লোকজন গিয়ে ছবি ভাঙচুরের বিষয়ে জিজ্ঞাসা করলে তাকে হত্যা করার হুমকি দেয়ও হামলা করে এলোপাথাড়ি কিল ঘুসি মেরে আহত করে বাড়িতে আটক করে রাখে।
পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় রিফাত হোসেন মুকুল কে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ সর্ম্পকে জানতে চাইলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক আজকের বাংলাদেশ ২৪ কে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্মিলিত একটি ব্যানার ভাংচুর করার অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।