• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা বিএফইউজে-ডিইউজে


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৭:৪০ অপরাহ্ন / ৬১
প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা বিএফইউজে-ডিইউজে

এম রাসেল সরকার, ঢাকাঃ প্রথম আলোর কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেছেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তোলে। প্রথম আলোর কোনো লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে, এখানে পেশিশক্তি দেখানোর কোনো সুযোগ নেই।’

বিবৃতিতে নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সব স্তরের শ্রমিক-কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে সই করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।