• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিএডি’র প্রতিবাদ


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৯:০২ পূর্বাহ্ন / ৫২
প্রকাশিত সংবাদের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিএডি’র প্রতিবাদ

মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে নাম সর্বোচ্চ কিছু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিএডি তানহারুল ইসলাম। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া রিপোর্টের মাধ্যমে একটি স্বার্থন্বেষী মহল নিজেদের ফয়দা হাসিলের চেষ্টা করছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিসের বিভিন্ন ঊর্ধ্বেতন কর্মকর্তাদের থেকে শুরু করে আমাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন ভাবে সফল হতে না পেরে এমন মিথ্যা ও মনগড়া অপপ্রচার চালানোর উপায় বেছে নিয়েছে। এসব চক্রান্তকারীদের অপপ্রচারের বিষয়ে আমি কখনোই বিচলিত নই। কারণ চাকুরীজীবনে নীতি-নৈতিকতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক সবসময় আমি নিজেকে পরিচালনা করার চেষ্টা করি।

তানহারুল ইসলাম বলেন, সম্প্রতি আমাদের একজন এসও বিভিন্ন সময় আমার নিকট অনৈতিক সুবিধা দাবি করেন কিন্তু কর্মজীবনে নীতি নৈতিকতার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করে আসছি, তাই তার ওইসব অনৈতিক সুবিধা দিতে অস্বীকার করায় বেশকিছুদিন ধরে তিনি আমার বিরুদ্ধে চক্রান্ত করে আসছেন বলে আমি ধারণা করছি। এসব অসত্য ভিত্তিহীন ও মনগড়া রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।