• ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন / ১৬
পটুয়াখালী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু খানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন

সোহেল মোল্লা, পটুয়াখালীঃ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাবেক পৌর শ্রমিক দল।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ৭ নং ওয়ার্ড পুরাতন ফায়ার সার্ভিস রোডে পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার এর নিজ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার এর আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জলিল আকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক সান্টু মৃধা, পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি লতিফ ব্যাপারি সহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়ে পৌর সভার ১ নং ওয়ার্ডে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। সেখানে জেলা ভারপ্রাপ্ত সভাপতি দলের অন্যান্য নেতৃবৃন্দকে না জানিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠাবসা করার অভিযোগ রয়েছে। তিনি বহু মানুষকে শ্রমিক দলের নেতা বানানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থনৈতিক লেনদেন সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনর মাধ্যমে বাবু খানের অনৈতিক কর্মকান্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয় যদি তার এই কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ কঠোর কর্মসূচি পালন করা হবে জানান।