• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

নীলফামারিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর মৃত্যু


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ১০:০১ অপরাহ্ন / ৫৭
নীলফামারিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নীলফামারিঃ নীলফামারী র ডিমলায় মোঃ শহিদুল ইসলাম(৩৫) নামে এক প্রবাসী যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল গভীর রাতে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী এলাকায় ওই যুবকের মামার বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পারলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মোঃ শহিদুল ইসলাম উপজেলা নাউতারা ইউনিয়নের চারঘড়ি চাপানী গ্রামের মোঃ হাসমত আলীর ছেলে সৌদি প্রবাসী।

স্থানীয়রা জানান, মোঃ শহিদুল ইসলাম বিদেশে যাওয়ার পর মোছাঃ রিনা আক্তার শ্বশুর বাড়ীতে কলহের সৃষ্টি করে। স্ত্রী মোছাঃ রিনা আক্তারসহ দুই সন্তান নিয়ে বাবার বাসায় চলে যান। এক পর্যায়ে মোছাঃ রিনা আক্তার নিজের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে স্বামীকে বাধ্য করে। মোঃ শহিদুল ইসলাম প্রতিমাসে বেতন-ভাতার টাকা স্ত্রীর ব্যাংক একাউন্টে পাঠাতেন। মোঃ শহিদুল ইসলাম গত ১৭/১৮ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন। বাড়ীতে গিয়ে জানতে পারে তার স্ত্রী মোঃ রিনা আক্তার অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে আছেন। টাকা-পয়সা মার খাওয়ার কারণে মানসিক সমস্যাও ছিল। স্ত্রী পরকিয়ায থাকায় নিয়মিত ঘুমের ঔষধ খেতেন তিনি।

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় মামার বাসায় বেড়াতে আসে। ফোনে স্ত্রীর সাথে বাক-বিতণ্ডায় হওয়ায় স্বামী ঘরের মধ্যে বিষপান করে এ ঘটনা  টের পেয়ে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্যর অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লাইছুর রহমান জানান, আত্মহত্যা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য র টিম পাঠানো হয়। ময়নাতদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় রংপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।