• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই ইজিবাইকসহ আটক ১


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২২, ৪:২২ অপরাহ্ন / ৩৪০
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ৪টি চোরাই ইজিবাইকসহ আটক ১

মো: রফিকুল ইসলাম, নড়াইলঃ আজ শুক্রবার (১১ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোঁর চক্রের মূল হোতা ৪টি ইজিবাইকসহ আটক।গত ১৯/০১/২০২২ তারিখ বিকাল অনুমানীক ০৪.৩০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা দুই জন পুরুষ ও একজন মহিলা বাঘারপাড়া থানাধীন বহরামপুর গ্রাম হতে নড়াইলে আসা যাওয়ার জন্য ইজিবাইক ড্রাইভার কার্তিক চন্দ্র বিশ্বাস (৫৫), পিতা-মৃত অটল বিশ্বাস, সাং-জামদিয়া, থানা-বাঘারপাড়া,জেলা- যশোর এর ইজিবাইকটি ৪০০/- টাকা ভাড়া ঠিক করে নড়াইলে আসে এবং পুনরায় বাঘারপাড়ার বহরামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যা অনুমাননীক ০৬.৩৫ ঘটিকার সময় নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল টু যশোরগামী মহাসড়কের উপর পৌছালে অজ্ঞাতনামা আসামীদের কথায় বাদী সেখানে তার ইজিবাইক থামালে ধৃত আসামী মোঃমহসিন মোল্যা (৪৬),পিতা-নূর মোহাম্মদ মোল্যা গ্রাম-খলিশাখালী, থানা ও জেলা-নড়াইল সেখানে আসে।আসামী মোঃ মহসিন মোল্যা নিজে সিগারেট খায় এবং ড্রাইভারকে সিগারেট দিতে বললে তার সহযোগিদের মধ্যে একজন ড্রাইভারকে একটি সিগারেট দেয়। ড্রাইভার উক্ত সিগারেট খেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখন আসামী এবং তার চক্রের সদস্যরা ড্রাইভারকে নতুন বাস টার্মিনালের পশ্চিম পার্শের একটি বালুর মাঠের মধ্যে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উক্ত ড্রাইভারকে অচেতন অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।পরবর্তীতে (১০ফেব্রয়ারি) বৃহস্পতিবার দুপুর অনুমানীক ১৪.৩০ ঘটিকায় ড্রাইভারের আপন ভাই রমেশ (৪০) নড়াইল থেকে তার নিজ ভ্যানে পূজার জন্য বিভিন্ন সামগ্রী ক্রয় করে বাড়ী ফেরার পথিমধ্যে তুলারামপুর হাইওয়ে থানার সামনে আসামী মোঃ মহসিন মোল্যাকে ইজিবাইকসহ দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশকে জানালে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আসামী মোঃ মহসিন মোল্যাকে গ্রেফতার করে এবং বাদীর ইজিবাইকটি উদ্ধার পূর্বক জব্দ করে। আসামী মোঃ মহসিন মোল্যাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করে তার বাড়ী হতে আরো ০৩টি চোরাই ইজিবাইকসহ বিভিন্ন কাগজপত্র আলামত হিসাবে,৪টি ইজিবাইক,বিভিন্ন ইজিবাইক শোরুমের ইজিবাইক ক্রয়ের ৪টি নকল রশিদ বই,ইজিবাইক শোরুমের বিভিন্ন রকম ৪টি নকল সীল ও ১টি সীল প্যাড,৫টি ইজিবাইকের চাবি,বিভিন্ন ইজিবাইক শোরুমের স্টিকারসহ বিভিন্ন ইজিবাইক শোরুমের ক্যাশ মেমো।উদ্ধার করে।অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা উদঘাটন পূর্বক তাদের গ্রেফতার ও আরো চোরাই ইজিবাইক উদ্ধারের লক্ষ্যে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।আসামী মোঃ মহসিন মোল্যা একজন পেশাদার সংঘবন্ধ প্রতারক ও ইজিবাইক চোর চক্রের সদস্য। ইতোপূর্বে ২০১৮ সালে চোরাই ইজিবাইক ক্রয় বিক্রয়ের অপরাধে ০৫টি চোরাই ইজিবাইক সহ নড়াইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে নড়াইল সদর থানার এফআইআর নং-২৭, তারিখ- ১৪ জুন, ২০১৮; জি আর নং-২২৮/২০১৮; ধারা- ৪১৩/৪১৪ পেনাল কোড-১৮৬০ রুজু রয়েছে।