• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় শত্রুতার জেরে ১০ কাঠা জমির ছিমগাছ কর্তন, বিপাকে অসহায় চাষী


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২১, ৮:২৪ অপরাহ্ন / ১৭৭
চুয়াডাঙ্গার দর্শনায় শত্রুতার জেরে ১০ কাঠা জমির ছিমগাছ কর্তন, বিপাকে অসহায় চাষী

দর্শনা প্রতিনিধিঃ দর্শনার দক্ষিণ চাঁদপুর শাপলা পার্ক ও পিকনিক কর্ণানের পিছনে অসহায় চাষী বানাত আলীর ১০ কাঠা জমির ছিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ইনাত আলীর ছেলে বানাত আলী (২৮) এনজিও থেকে ঋণ নিয়ে ১০ কাঠা জমিতে মাচা করে ছিম চাষ করে আসছিলেন। অভাবের সংসারে পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে দিনমুজুর খেটে এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিলেন, স্থানীয় শাপলা পার্ক ও পিকনিক কর্নারের পিছনের জমিতে চাষ করা ছিম বেচে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় বুক বেঁধে ছিলেন, কিন্তু কে বা কারা রাতের আধারে তার ১০ কাঠা জমির ছিমগাছ কেটে দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী অনেকেই এসব নেক্কার জনক কাজের নিন্দা জানিয়েছেন। পাগল প্রায় অসহায় ছিমচাষি বানাত আলী মানুষে দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায়, কারা এধরনের নোংরা কাজ করতে পারেন, এলাকাবাসী তাদের ধরে আইনের আওতায় এনে বিচারের দাবী করেছেন দর্শনা থানা পুলিশের কাছে।