• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে গৃহবধু খুন


প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ১:৪৬ অপরাহ্ন / ১৭০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে গৃহবধু খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমের গাছে ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মানুয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধু খুন হয়েছে। মানুয়ারা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার মোবারক ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাইদুর ইসলামের স্ত্রী। ঘটনাটির ঘটেছে মঙ্গলবার সকাল নয়টার সময়।

নিহত মানুয়ারার পুত্রবধু রাজিয়া বেগম (২০) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে নিহত গৃহবধু বাড়ীর পার্শে হোদার আম বাগানে ডাল ভাঙ্গার সময় প্রতিবেশি সলেমানের স্ত্রী সলেহা বেগম বাধা দেয়। ঐ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সলেহা বেগম বাগানমালিক হোদাকে সংবাদ দিলে উভয় পক্ষকে বাগানে ডাল ভাঙতে নিষেধ করেন এবং শান্ত থাকতে বলে চলে যান।

সকাল নয় টার দিকে আবারও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে প্রতিপক্ষের আঘাতে মানুয়ারা বেগমসহ চার জন আহত হয়। গুরতর আহত মানুয়ারাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার সময় মারা যায় বলে নিশ্চিত করে নিহত মানোয়ার স্বামী বাইদুল হক।

এ ব্যাপারে মোবারক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী জানান, আম গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মানুয়ারা বেগম নামে এক গৃহবধু খুন হয়েছে বলে নিশ্চিত করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আম গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মানুয়ারা বেগম নামে এক গৃহবধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।