• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় ভারতীয় জালরুপিসহ আটক এক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ৬:০২ অপরাহ্ন / ৫৮
চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় ভারতীয় জালরুপিসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নুরানী মাদরাসা এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭ লক্ষ ১৫ হাজার ভারতীয় জাল রুপিসহ বজলার রহমান ওরফে বজু (৫৫) নামে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারের অনিক স্কুলের পাশ্ববর্তী নুরানী মাদরাসার নিকট এ অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। আটককৃত বজলার রহমান ওরফে বজু হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনকষা টোকনা গ্রামের মৃত জুন্নুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার(০৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারের অনিক স্কুলের পাশের জনৈক আবু তাহের পলাশের আমবাগান সংলগ্ন নুরানী মাদরাসার সন্নিকটে অভিযান চালিয়ে ভারতীয় জালরুপীসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ব্যক্তির বিশাল সিন্ডিকেট চক্র রয়েছে যারা প্রধানত মাদক ব্যবসায় এবং চোরাকারবারিদের জালরুপী সরবরাহ করে থাকে। এ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত এলাকায় ছায়া তদন্ত করলে চাঞ্চল্যকর এ সিন্ডিকেটের তথ্য জানা যায়।