

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দুই বছর মেয়াদী এ কমিটি-২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে জুবায়ের খানকে যুব প্রধান, মোঃ মামুন ফকিরকে উপ-যুব প্রধান–১ এবং সালমান সরদারকে উপ-যুব প্রধান–২ হিসেবে মনোনীত করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদনদেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান; জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও ইউনিট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান খান এবং ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ: বিভাগীয় প্রধান রাব্বি খাঁ, উপ- বিভাগীয় প্রধান মো. মিথুন হাসান জাকারিয়া প্রশিক্ষণ ও সহশিক্ষা: বিভাগীয় প্রধান উম্মে ফাতেমা, উপ- বিভাগীয় প্রধান সৌভিক বিশ্বাস
আইসিটি, মিডিয়া ও যোগাযোগ: বিভাগীয় প্রধান ডালিয়া মোল্যা, উপ-বিভাগীয় প্রধান সামিউল আলম দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান: বিভাগীয় প্রধান শিউলি খানম, উপ- বিভাগীয় প্রধান অরন্য পান্ডে স্বাস্থ্য সেবা: বিভাগীয় প্রধান ফাইম শেখ, উপ- বিভাগীয় প্রধান সুমাইয়া তহবিল সংগ্রহ: বিভাগীয় প্রধান নিতু মনি, উপ- বিভাগীয় প্রধান নাহিদ ফকির।
আপনার মতামত লিখুন :