• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ন / ৪০
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী খান, হুমায়ূন কবির, এস এম নজরুল ইসলাম, আসাদুজ্জামান বাবুল, আরিফুল হক আরিফ, সেলিম রেজা, মিজানুর রহমান মানিক, শৈলেন্দ্র নাথ মজুমদার, কে এম শফিকুর রহমান, নুতন শেখ, কে এম সাইফুর রহমান, ফকির মিরাজ আলী শেখ, আজিজুর রহমান টিপু, ইকবাল মিয়া সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা গোপালগঞ্জ জেলাকে অপরাধমুক্ত গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।