• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

গোপালগঞ্জে সরকারী গাছ কেটেছে স্কুলের সভাপতি


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৩, ৮:৫০ অপরাহ্ন / ১০৪
গোপালগঞ্জে সরকারী গাছ কেটেছে স্কুলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সরকারী গাছ বিধি বহিরভূত ভাবে কেটে ফেলেছে স্কুলের সভাপতি কৃষ্ণ বালা।

এ বিষয়ে সরোজমিনে গিয়ে জানা গেছে. সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ বালা ম্যানেজিং কমিটির কাউকে কিছু না বলে ২৮/১১/২৩ তারিখে স্কুলের প্রায় লক্ষাধিক টাকার গাছ রাতের আধারে কেটে ফেলে। পরে বিয়ষটি ৩০/১১/২৩ তারিখে জানাজানি হলে সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পির সহযোগিতায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাছগুলি চেয়াম্যানের হেপাজতে রেখে দেয়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদারকে বারবার তার ব্যবরিত মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ বালাকেও তার ব্যবরিত মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি জানান,বিষটি আমি জানান পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তার সহযোগিতায় স্কুলের গাছ গুলি ইউনিয়নের হেফাজতে নিয়ে আসি। তবে তারা যে কাজ করেছে তা অন্যায়ও বটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, সাতপাড় স্কুলের সরকারী গাছ বিধি মোতাবেক কাটা হয়নি তাই গাছ গুলি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।