• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন / ১৬১
গোপালগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের আশু রোগ মুক্তি কামনায় গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭:০০ টায় গোপালগঞ্জ জেলা শ্রমিক দল কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রিজভী আহমেদ জামিল সিনিয়র যুগ্ম আহবায়ক। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রিজভী আহমেদ জামিল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ শেখ, সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল মাহমুদ সহ আরো অনেকে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রিজভী আহমেদ জামিল, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ শেখ, যুগ্ন আহবায়ক উকিল শিকদার, সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল মাহমুদ, গোপালগঞ্জ বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও জেলা বিএনপির অন্যতম সদস্য এসএম মাহমুদ সহ আরো অনেকে।

শেষে জননেতা নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: আব্দুল্লাহ শেখ।