
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে স্বনামধন্য মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে (মাধ্যমিক পর্যায়ে) আযান, সিরাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে মনোয়ারা- জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক হাইস্কুল আযান, কেরাত ও সিরাত প্রতিযোগিতা-২০২৫।
উক্ত আয়োজনে সর্বমোট ১২টি হাইস্কুল থেকে ২৯৮ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের মধ্য থেকে নির্বাচিত ৮১ জন মূল পর্বে অংশ গ্রহণ করেছিলেন। মূল পর্বে যথাক্রমে গ্রুপ ক ও খ থেকে মোট ১০ জনকে বিচারকগণ ভালো ফলাফলের ভিত্তিতে বেছে নেন। মনোয়ারা- জালালউদ্দিন ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান শিকদার (কামাল) ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা হাইস্কুল নিয়ে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারাবাহিকতা ধরে রাখার বিশেষ অনুরোধ রাখেন।
জে.কে ইন্ডাস্ট্রিজ গ্রুপের ধারাবাহিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানটি সকলের মাঝে ধর্মীয় চেতনা ও আবেগ ফিরিয়ে আনে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে মুগ্ধ করেন কাতারের ইমাম হাফেজ মাওলানা নিয়াজ মুহাম্মদ রিফাত। এরপর নাতে রাসূল পেশ করেন মাওলানা সাঈদুজ্জামান নূর (কলরব)
একে একে বয়ান পেশ করেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ, মুফতি মুরতাজা হাসান সাহেব, মাওলানা নাসির আহমাদ সাহেব, অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, সবশেষে কামরুজ্জামান শিকদার (কামাল)।
পরিশেষে মুফতি মুহিব্বুল হক্ব সাহেবের দোয়ার মাধ্যমে শেষ হয় মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের হাইস্কুল আযান প্রতিযোগিতা-২০২৫
সবকিছু ঠিকঠাক চলছিলো কিন্তু অনুষ্ঠানে আগত মেহমানদের একজন শাহ আলম কিরণকে অনুষ্ঠানস্থলে ভরা মজলিসে অতিথিদের সামনে থেকে নিয়ে যাওয়ায় অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
মসজিদ হচ্ছে নিরাপত্তার জায়গা অথচ সেই জায়গা থেকে রাজনীতি করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা খুবই মন্দ বার্তা। আমন্ত্রিত অতিথিবৃন্দরা এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :