• ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:২২ অপরাহ্ন / ১৬১
গোপালগঞ্জে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন -২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশ, গোপালগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এর গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে গোপালগঞ্জ জেলা হতে মোট ১৬ জন কৃতকার্য হয়েছেন। যার মধ্যে নারী সদস্য ০২ জন এবং পুরুষ সদস্য ১৪ জন। এছাড়াও ০৩ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে।

উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্যসহ আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ।