• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৬:০৭ অপরাহ্ন / ৯৪
গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অক্টোবর/ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম। সভায় সভাপতি সকল দপ্তরের প্রধানদেরকে সমন্বয় বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের উন্নয়ন কাজ সম্পন্ন করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট ইউএনওদেরকে তিনি অবৈধভাবে শর্ট লাইটের মাধ্যমে মৎস্য নিধনকারী অসাধু জেলেদেরকে আইনের আওতায় নেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সঞ্চালনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নিঃ) বিধান কুমার চন্দ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবব্রত পাল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. হোসাইন মনোয়ার, উপপরিচালক ডা.নিয়াজ মাহমুদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জিবেতিষ বিশ্বাস, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল ফারুকী, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল- মামুন, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, জেল সুপার মো. আল মামুন, জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশীষ কুমার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. হারুন- অর-রশিদ, জেলা সঞ্চয় অফিস/ ব্যুরোর সহকারী পরিচালক নুরুল ইসলাম, প্রেসক্লাব, গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শামীম হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) মো. সাইফুল ইসলাম জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।