
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “শিক্ষকই জাতির আলো”-এই মূলমন্ত্রকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীতে ০উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।
র্যালী শেষে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, সালিনা বক্স উচ্চ বিদ্যাশিক্ষাকরণাশয়ের প্রধান শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সি, পাচুরিয়া উচ্চ বিদ্যাশিক্ষাকরণাশয়ের প্রধান শিক্ষক রনধীর কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করেন। তাই শিক্ষকদের সম্মান জানানো মানে একটি আলোকিত সমাজের স্বপ্নকে সম্মান জানানো।
আলোচনা সভা শেষে শিক্ষকদের মাঝে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বছর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নিবাচিত হয়েছেন সরকারি এসজে স্কুলের প্রধান শিক্ষক শুনিল মন্ডল,একই স্কুলের সহকারী শিক্ষক কৃষ্ণ মন্ডল ও বাহাড়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক ইমারত হোসেন।
আপনার মতামত লিখুন :