• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মমতাজ হত্যার মুল আসামী নয়ন গ্রেপ্তার


প্রকাশের সময় : মে ২৩, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন / ২৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মমতাজ হত্যার মুল আসামী নয়ন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের গৃহবধু মমতাজ বেগম হত্যাকান্ডের মুল আসামী নয়ন দাড়িয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ মে) দিবাগত রাতে, কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম, এএসআই হাসমত উল্লাহ, এএসআই মিজান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত দুই এপ্রিল জায়গাজমি সংক্রান্তে বিরোধের জেরে নয়নসহ কয়েকজন কর্তৃক সংঘবদ্ধ ভাবে বে-ধড়ক মারপিটে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় মমতাজ। পরে এ ঘটনায় নিহতের ছেলে মুসা দাড়িয়া বাদী হয়ে নয়ন দাড়িয়া সহ ৮ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮, তারিখ- ০৭/০৪/২০২৪ইং।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- নয়ন দাড়িয়াকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।