• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন / ১৩৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “আমি কন্যা শিশু স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদের লাল শাপলা হল-এ কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।