• ঢাকা
  • শুক্রবার, ২৮ Jun ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় রেমালের আঘাতে পিচের রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি


প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন / ১৬
খুলনার পাইকগাছায় রেমালের আঘাতে পিচের রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি

মানছুর রহমান জাহিদঃ ঘুর্নিঝড় রেমালের আঘাতে খুলনার পাইকগাছার গড়ইখালীস্থ শিবসা নদীর তীরে অবস্থিত প্রধান সড়ক ভেঙ্গে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

রেমালের আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় অনেক কিছুই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু গড়ইখালীর শিবসা নদীর পাশের পিচের সড়কের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে মারাত্মক ক্ষতি হয়েছে। ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। পিক-আপ, মাইক্রোসহ তিন-দু চাকার বাহন গুলো চলছে বটে কিন্তু ক্রসিং করতে পারছেনা। মারাত্মক ক্ষতিগ্রস্ত স্থানে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, ২৭মে ঘুর্ণিঝড় রেমালে গড়ইখালী ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। যার মধ্যে বাড়ী-ঘর, মাছের ঘের, গবাদি পশুপাখি এমনকি আবাসন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু পিচের রাস্তা এভাবে ভাঙ্গতে পারে তা আমার জানা ছিলনা। প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে যাওয়ায় সর্বসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষে অবিত করেছি। এছাড়াও মাটি দিয়ে প্রাথমিকভাবে চলাচলের জন্য ব্যবস্থা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিকভাবে রেমালের আঘাতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত যাতে এ সড়কটি সংস্কার হয় সেজন্য বিষয়টি গুরুত্বসহকারে নেয়া হয়েছে।