• ঢাকা
  • শনিবার, ২৯ Jun ২০২৪, ১০:০০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ব্রাকের উদ্যোগে চক্ষু সেবা প্রদান


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন / ১০
খুলনার পাইকগাছায় ব্রাকের উদ্যোগে চক্ষু সেবা প্রদান

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের আওতায় ব্রাকের উদ্যোগে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাইকগাছা ব্রাক অফিসে এ সেবা প্রদান করা হয়।

জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের আওতায় ব্রাকের উদ্যোগে চক্ষু সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ আসিফ হাসান।

আয়োজিত ব্রাকের চক্ষু সেবা প্রদানে মোট ২৫০ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। প্রথম ধাপে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে ৪৫ জনকে অপারেশনের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার আরও ২৮ জনকে পাঠানোর জন্য অপারেশনের তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে সম্পুর্ন ফ্রী অপারেশন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
চক্ষু সেবা প্রদানে সার্বিক দায়িত্বে ছিলেন মাহবুবুর রহমান, প্রোগ্রামার মীর মিজানুর রহমান, মাইগ্রেশন প্রোগামের ফিল্ড অর্গানাইজেশন লিল্টু রানী মন্ডল।