• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ Jun ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার কাশিমনগরে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ১৮, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন / ১৪
খুলনার পাইকগাছার কাশিমনগরে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরে ডায়মন্ড ক্লাবের উদ্যোগে রোববার বিকেলে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত ঘুড়ি উড়ানো প্রতিযোগীতায় প্রতাপকাটি গ্রামের আব্বাসের ঘুড়ি ১ম পুরস্কার অর্জন করে।

পিটিডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা তৈয়বুর রহমান রকির সঞ্চালনায় আয়োজিত ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, পাইকগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য সংসদ সদস্যের ছোট ভাই আলহাজ্ব মোঃ অহেদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম, আমিরূল, তৌফিক, হাফিজুর রহমান, আকাশ, ইসলাম, শুভ, মুরাদ, আকাশসহ শত শত ক্রীড়া প্রেমিকরা।