• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন / ৪৭
খুলনার পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

মোঃ মানছুর রহমান জাহিদঃ নতুন বছরের প্রথম দিন সারাদেশে উৎসবের মধ্য দিয়ে খুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা। তাদের এই আনন্দে খুশি অভিভাবকরাও।

সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছা উপজেলার ১১নং আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। সকাল ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই স্কুলে উপস্থিত হয় আগামীর ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীরা।

বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনেক শিক্ষার্থী বলেন, বই পাব সেই টেনশনে রাতে ঠিক ভাবে ঘুমোতে পারিনি। বই নিতে সকাল সকাল মাকে নিয়ে স্কুলে এসেছি। বই পেয়ে আমাদের অনেক আনন্দ লাগছে। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করব।

১লা জানুয়ারি-২০২৪ সোমবার সকাল ১০টায় আগড়ঘাটা সরকারি প্রাথমিকবিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় প্রধান আলোচক ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা ইয়াসমিন ও সহকারী শিক্ষক শেখ ইসরাইল হোসেন এর সঞ্চালনায় বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর রহমান।

বই বিতরণ উৎসবে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক পলাশ কুমার মন্ডল, সহকারী শিক্ষিকা মোশারত সুলতানা, রেবেকা খাতুন, সালমা নাছরিন ডলি, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মোঃ কামাল হোসেনসহ আব্দুস সামাদ মোড়ল, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপনুজ্জামান রিপন, স্বপন কর্মকার, অফিস সহকারী মোঃ বেলাল হোসেন ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।