• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়


প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন / ২০
খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-এ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভায় নির্বাচনী সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার সামিউল ইসলাম। আইনশৃঙ্খলা বিষয়ক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান।

এ সময় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, শেখ আবুল কালাম আজাদ, কৃষ্ণ পদ মন্ডল ও স ম শিবলী নোমান রানা।

ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন ফিরোজ বুলু, এস এম হাবিবুর রহমান মুসা, বাবুল শরীফ, বজলুর রহমান, স ম আব্দুল ওহাব বাবলু, সিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, সুকুমার ঢালী ও মিলন মোহন মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনিতা মন্ডল, ময়না বেগম, ইয়াসমিন বুশরা উপস্থিত ছিলেন।