• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

খুলনার দাকোপের লাউডোবে তক্ষক সাপ বিক্রির সংঘবদ্ধ চক্রের সদস্য আটক


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন / ৪৫
খুলনার দাকোপের লাউডোবে তক্ষক সাপ বিক্রির সংঘবদ্ধ চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, দাকোপ, খুলনাঃ  খুলনার দাকোপ উপজেলায় লাউডোব গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসাপ বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। আতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে। দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত গভীর রাতে ৩নং লাউডোব ইউনিয়নে লাউডোব গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম

কয়াল( ৫০), জিনাদআলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিকিকিনি করছিল। এমন সময় ঐ স্হানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার।, আজমীর হোসেন, সহ কনস্টেবল হেলালুর রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ এ পুলিশ ফোর্সের একটি চৌকুস দল। ঘটনা স্হলে থেকে নিষিদ্ধ একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম, ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়াল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক সাপ পাচার চক্রের সক্রিয় সদস্যছিল। থানায় একটি নিষিদ্ধ বন্যপ্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো এবং এধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।