• ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন / ২২
কোটালীপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির প্রায় দুই টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান ঘাঘর বাজারে অবস্থিত জনসাধারণের জন্য গণ ওয়াশব্লকের শুভ উদ্বোধন করেন।