• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

কুবি শিক্ষক নাহিদা নাহিদ পাচ্ছেন এবারের হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২০, ১২:২৭ অপরাহ্ন / ৩৬২
কুবি শিক্ষক নাহিদা নাহিদ পাচ্ছেন এবারের হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 

বিশেষ প্রতিনিধিঃ এবারের ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০’ এর নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কার পেতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ। তার ‘পুরুষপাঠ’ গল্পগ্রন্থের জন্য এই পুরুস্কার তিনি পেতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে। তার প্রাপ্ত পুরস্কার তালিকায় থাকছে উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট। এছাড়াও পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি পাবেন এক লক্ষ টাকা।

নাহিদা নাহিদ তার এই পুরস্কার প্রাপ্তি সম্পর্কে বলেন, ‘পুরস্কার বিষয়ক অনুভূতি সবসময়ই ইতিবাচক, আনন্দদায়ক। বিশেষত ঢাকার বাইরে থেকে লিখেও যে স্বীকৃতি পাচ্ছি তা অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করবো সাহিত্যের প্রতি আরও দায়বদ্ধ হতে।’

এর আগে ‘যূথচারী আঁধারের গল্প’ গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ পুরস্কারপ্রাপ্ত এই লেখিকার লেখালেখির সূচনা ‘নারকেল পাতার চশমা’ শিরোনামের ছোটগল্প দিয়ে। তারপর প্রকাশ পেয়েছে গল্পগ্রন্থ ‘অলকার ফুল’, ‘যূথচারী আঁধারের গল্প’ এবং ‘পুরুষপাঠ’।

উল্লেখ্য, কুবি শিক্ষক নাহিদা নাহিদ ছাড়াও সামগ্রিক সাহিত্যে অবদান রাখার জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২০’ পাচ্ছেন প্রবীণ কথাশিল্পী হাসনাত আবদুল হাই।