
নিজস্ব প্রতিবেদকঃ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিপ্লোমা প্রকৌশলী উইং এনসিপি,র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন আহ্বায়ক কমিটি গঠন, স্বতন্ত্র নাম নির্ধারণ ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি সামনে রেখে এ সভা আয়োজন করা হয়।
সভায় কমিটির বাছাই কমিটির রিপোর্ট উপস্থাপন, মাসিক অনুদান নির্ধারণ, মিডিয়া ও কমিউনিকেশন সেক্টরের পূর্ণগঠনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির, প্রকৌশলী ফয়সাল আলম সোহেল, প্রকৌশলী আলমগীর হোসেন, প্রকৌশলী জসিম উদ্দিন মজুমদার, প্রকৌশলী খাইরুল কবির সীপু, প্রকৌশলী সাইফুল ইসলাম সাগর, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী তারান্নুম বিন জাকির, প্রকৌশলী সরফুদ্দিন, প্রকৌশলী আশিক পঠান, প্রকৌশলী জাহীদসহ সাংগঠনিক বিভাগ, জেলা ও সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির বলেন, ভবিষ্যতে কোনো কারিগরি শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা বন্ধ করবে না—এ নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ।
এছাড়া অন্য বক্তারা বলেন, অতীতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠন কাজ করেছে এবং ভবিষ্যতেও কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও যেকোনো সমস্যা সমাধানে মাঠপর্যায়ে কাজ করে যাবে। তারা আশ্বাস দেন, ডিপ্লোমা প্রকৌশলীরা আর বেকার থাকবে না, শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করতে সংগঠন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :