

রংপুর ব্যুরো অফিসঃ কুড়িগ্রামের উলিপুরে কথিত ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও সাধারণ ছাত্রজনতা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উলিপুর পৌরসভার মসজিদুল হুদা মসজিদের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উক্ত ক্লিনিকে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে চলছে নানামুখী অনিয়ম ও অব্যবস্থাপনা। তারা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে রোগী দেখা, এমনকি রক্ত বাণিজ্যের মতো অনৈতিক কর্মকাণ্ড এখানে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়মের কারণেই সম্প্রতি এক নবজাতকের মৃত্যু ঘটে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, একটি চিকিৎসাকেন্দ্র যদি মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে মৃত্যুর কারণ হয়, তবে তা মানবতার জন্য হুমকি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনির হোসাইন, সারফারাজ সৌরভ, আসাদুজ্জামান আসাদ, নূর নবী, নাজমুল আল হাসান ও মতলেবুর রহমানসহ অনেকে।
কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করেন বক্তারা উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকসহ উপজেলার সব বেসরকারি ক্লিনিকের অনিয়ম তদন্তে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। ২️নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসক, নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৩️ যেসব ক্লিনিক জীবনের বদলে মৃত্যু বিক্রি করে, সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। ৪️ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে উলিপুরের ছাত্র সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত, স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :