• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিবশফিকুল আলম


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৮:২০ অপরাহ্ন / ৫৬
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিবশফিকুল আলম

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।