• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

সেপ্টেম্বর মাসে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২১, ৯:২০ অপরাহ্ন / ৪২৪
সেপ্টেম্বর মাসে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সেপ্টেম্বর মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যুক্ত হয়ে (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সে চেষ্টা করছি। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো থাকার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। হেফাজতে ইসলামের মাধ্যমে সরকার হঠানোর চেষ্টা করা হয়েছে। বিএনপি জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আরশেদ আলী বিশ্বাস প্রমুখ।