
এসএম মজনু, সিরাজগঞ্জঃ গাইবান্ধা হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হতে ১০০ বোতল ফেন্সিডিল সহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো: মিঠুন মিয়া (২৬) দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঝাউবন গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ সলঙ্গা থানা এর নেতৃত্বে সলঙ্গা থানা পুলিশের একটি আভিধানিক দল আজ শুক্রবার (২৭ মে) রাত ১.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা হতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের যাত্রী মোহাম্মদ মিঠুন মিয়া (২৬)-কে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :