• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বিলের ভিতর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন / ১০৭
সাতক্ষীরায় বিলের ভিতর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় খাল পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের দাঁত ভাঙ্গা বিলের নাপিতঘাটা খাল পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ভাবে নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকালে বৈকারী এলাকায় নাপিতঘাটা খাল পাড়ে এক মহিলার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয় ।পরে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয়দের ভাস্যমতে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ওসি আরো বলেন,লাশের নাকমুখ, পায়ে, আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে কাপড় গোজা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো জন্য প্রস্ততি চলছে। এখনও পর্যান্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।