• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক আটক


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২১, ৯:১৬ অপরাহ্ন / ৪০০
শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক আটক

মো সোহাগ হোসেন, শার্শা যশোর প্রতিনিধিঃ শার্শা উপজেলার গোড়পাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি মোঃ জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ।

আটক, মো জহিরুল ইসলাম গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মোঃ জুলু মিয়ার ছেলে।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো জহির উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীয় সোর্সসহ মাদক বিরোধী অভিযানে বিকাল সাড়ে ৩’টার
সময় শার্শা থানার গোড়পাড়া গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলন, উক্ত বিষয়ে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়ছে ও আসামিকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।